সুপার সাইক্লোন 'সিত্রাং' নিয়ে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর নতুন তথ্য প্রকাশ করলেন

Sunday, October 16 2022, 12:14 pm
highlightKey Highlights

সুপার সাইক্লোন 'সিত্রাং' নিয়ে নতুন তথ্য দিয়েছে আইএমডি। বঙ্গোপসাগরে ভারতীয় উপকূলে আগামী ১৮ই অক্টোবর, মঙ্গলবার সুপার সাইক্লোন ‘সিত্রাং’ আঘাত হানার সম্ভাবনা নাকচ করা হয়েছে।


শুক্রবার (১৫ অক্টোবর) আইএমডির একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এই ধরনের কোনো হুমকি নেই এবং লোকদের আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই।

এনডটিভি জানায়, কানাডার সাসকাচোয়ান ইউনিভার্সিটির আবহাওয়া ও জলবায়ু বিষয়ক একজন পিএইচডি গবেষকের নিয়ে ভবিষ্যদ্বাণী করার পর গুঞ্জন উঠে। এদিকে ভারতের ভুবনেশ্বরের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র জানায়, আইএমডি ঘূর্ণিঝড়ের জন্য কোনো ধরণের পূর্বাভাস জারি করেনি এবং উপকূলীয় রাজ্যে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গুজব থেকে দূরে থাকার জন্য ওড়িশার লোকদের পরামর্শ দিয়েছে।

আইএমডির আঞ্চলিক কেন্দ্র এক টুইটার বার্তায় জানায়, ভারতীয় আবহাওয়া বিভাগ ঘূর্ণিঝড়ের বিষয়ে কোনো পূর্বাভাস দেয়নি বা এই বিষয়ে কোনো ইঙ্গিতও দেয়নি। অনুগ্রহ করে গুজব থেকে দূরে থাকুন।তারা আরও লিখেছে, আমরা আবহাওয়া সংক্রান্ত সঠিক তথ্য দেওয়ার জন্য ২৪ ঘণ্টা কাজ করছি। তাই দয়া করে গুজব থেকে দূরে থাকুন। 

আইএমডি এর ব্যাখ্যা দিয়ে আরও বলেছে, আগামী মঙ্গলবার (১৮ অক্টোবর) আন্দামান সাগরে একটি সাইক্লোনিক সার্কুলেশনের সম্ভাবনা রয়েছে। তবে ২০ অক্টোবর একটি নিম্নচাপে রূপান্তরিত হওয়ার আগে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে। তবে এটি সুপার সাইক্লোনে পরিণত হওয়ার  কোনো সম্ভাবনা নেই।

ভারতের সিনিয়র আবহাওয়া বিজ্ঞানী উমাশঙ্কর দাশ দেশটির বার্তা সংস্থা পিটিআইকে বলেন, আইএমডি ১৪ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে সাইক্লোনিক সার্কুলেশন গঠনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।তবে সব সাইক্লোনিক সার্কুলেশন ঘুর্ণিঝড়ে রূপ নেয় না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File