দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে, সতর্কতা জারি উত্তরবঙ্গেও

Friday, August 27 2021, 3:52 pm
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে, সতর্কতা জারি উত্তরবঙ্গেও
highlightKey Highlights

শুক্রবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল কলকাতার আকাশ। আগামী ২৪ ঘণ্টায় মহানগরীতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে । তবে কেবল কলকাতাতেই নয়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও । আগামী শনিবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলতে পারে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে । বৃহস্পতিবার বিকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছিল বৃষ্টিপাত । সন্ধ্যা ঘনাতেই মহানগরীতে বেড়েছিল বৃষ্টির তীব্রতা। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৩০.৬ মিলিমিটার। শুক্রবার এবং শনিবারও চলতে পারে বৃষ্টি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File