Lalbazar Abhijan | ' ফুল হাতে এসেছিলাম আর ওরা ওয়েলকাম করতে ব্যারিকেড করে দিয়েছে', লালবাজার অভিযানে ক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকরা
Monday, September 2 2024, 12:32 pm
Key Highlightsকলকাতায় জুনিয়র ডাক্তাররা লালবাজারে মিছিল করতে চাইলেও পুলিশ বাধা দেয়।
আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে এবং পুলিশি নিষ্কৃয়তার অভিযোগ তুলে আজ লালবাজার অভিযানের ডাক দেন জুনিয়ার ডাক্তাররা। তবে ব্যারিকেড ঘিরে লালবাজারের অনেক আগেই মিছিল আটকে দেয় পুলিশ। যার জেরে কার্যত ক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকরা। তাদের প্রশ্ন, 'লালবাজারে ঢোকার ১০০ মিটারের অনেক আগেই কেন ব্যারিকেড দিয়ে আটকানো হল? যখন নিরাপত্তার দরকার ছিল তখন কলকাতা পুলিশ ডাহা ফেল করেছে। আজ আমরা ফুল হাতে এসেছিলাম। আর ওরা আমাদের ওয়েলকাম করতে ব্যারিকেড করে দিয়েছে'।
- Related topics -
- আর জি কর কান্ড
- শহর কলকাতা
- লালবাজার
- কলকাতা পুলিশ
- পুলিশ

