রাজ্য

WBPDCL | দেশের শীর্ষ কর্মক্ষম তাপবিদ্যুৎ কেন্দ্রর খেতাব পেলো WBPDCLর সাঁওতালডিহি! সেরা ১০এ রয়েছে বক্রেশ্বর-ব্যান্ডেলও!

WBPDCL | দেশের শীর্ষ কর্মক্ষম তাপবিদ্যুৎ কেন্দ্রর খেতাব পেলো WBPDCLর সাঁওতালডিহি! সেরা ১০এ রয়েছে বক্রেশ্বর-ব্যান্ডেলও!
Key Highlights

WBPDCL এর সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র (PLF ৯৪.৩৮%) দেশের সেরা কর্মক্ষম তাপবিদ্যুৎ কেন্দ্র হিসেবে শীর্ষস্থান পেলো।

দেশে ২০১টি তাপবিদ্যুৎ কেন্দ্রের বার্ষিক র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পেলো সাঁওতালডিহি! প্ল্যান্ট লোড ফ্যাক্টরের ওপর ভিত্তি করে তৈরী এই তালিকা প্রকাশ করলো কেন্দ্রের বিদ্যুৎ মন্ত্রক। WBPDCL এর সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র (PLF ৯৪.৩৮%) দেশের সেরা কর্মক্ষম তাপবিদ্যুৎ কেন্দ্র হিসেবে শীর্ষস্থান পেলো। এছাড়াও দেশের সেরা ১০টি কর্মক্ষম তাপবিদ্যুৎকেন্দ্রগুলির মধ্যে রয়েছে বক্রেশ্বর, ব্যান্ডেল। বক্রেশ্বর (PLF ৯৩.৩%) দ্বিতীয়স্থানে, সাগরদিঘি (PLF ৯০.৮৬%) চতুর্থস্থানে এবং ব্যান্ডেল (PLF ৮৯.৬২%) নবমস্থানে রয়েছে।