WBJEE | WBJEE-র অ্যাডমিট কার্ড প্রকাশ পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের
Thursday, April 17 2025, 1:58 pm

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (WBJEE) 2025 এর অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে।
আজ WBJEEর অ্যাডমিট কার্ড প্রকাশ করলো পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। ১৭এপ্রিল থেকে ২৭এপ্রিল দুপুর ২টো অবধি পড়ুয়ারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন। ডাউনলোডের জন্যে wbjeeb.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে WBJEE অ্যাডমিট কার্ড 2025 লিঙ্কটিতে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করতে হবে। তারপর সাবমিট অপশনে ক্লিক করলেই অ্যাডমিট কার্ডটি স্ক্রিনে দেখা যাবে। সেখান থেকেই ডকুমেন্টটি ডাউনলোড করতে পারবেন পড়ুয়ারা। উল্লেখ্য, পরীক্ষা হবে ২৭শে এপ্রিল, ২০২৫ এ।
- Related topics -
- রাজ্য
- জয়েন্ট এন্ট্রান্স বোর্ড
- জয়েন্ট এন্ট্রান্স
- জয়েন্ট এন্ট্রান্স
- জয়েন্ট এন্ট্রাস
- পশ্চিমবঙ্গ
- অ্যাডমিট কার্ড
- website