WBBSE | মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের যোগে ভুল! ১৩০০-রও বেশি শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের!

Monday, July 1 2024, 1:39 pm
highlightKey Highlights

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের যোগ ভুল করায় ১৩০০-রও বেশি শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ।


মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের যোগ ভুল করায় ১৩০০-রও বেশি শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। মূলত নম্বর যোগ করতে গিয়ে যারা ভুল করেছেন তাঁদেরকে তলব করা হচ্ছে পর্ষদে। গত সপ্তাহেই মধ্যশিক্ষা পর্ষদ রিভিউ ও স্ক্রুটিনি-র ফল প্রকাশ করে। তারপরই জানা যায় ১২০০০ পরীক্ষার্থীর উত্তরপত্র মূল্যায়নের যোগ ভুল। স্ক্রুটিনিতে ২২ নম্বর পর্যন্তও বেড়েছে পরীক্ষার্থীর। ফলে মেধাতালিকাতেও এসেছে বদল। মেধাতালিকায় স্থান বদলেছে চারজন পরীক্ষার্থীর। প্রথম দশের মেধাতালিকায় ঢুকে পড়েছে আরও সাতজন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File