WB Weather | শুক্রবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি, দিনভর বর্ষণে কমবে তাপমাত্রার পারদ

Thursday, September 26 2024, 6:45 am
highlightKey Highlights

কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত চলছে, উত্তরে অতিবৃষ্টির আশঙ্কা।


বুধবার রাত থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজছে শহর কলকাতা সহ বেশ কিছু জেলা। বৃহস্পতিবার সকাল থেকেও শুরু হয়েছে বৃষ্টি। যার জেরে কলকাতার একাধিক রাস্তায় জল জমেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে পশ্চিমের কিছু জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।কোথাও একনাগাড়ে বৃষ্টি চলবে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।কলকাতায় বেলার দিকে বৃষ্টি কমতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। শুক্রবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File