Mobile Medical Unit | রাজ্যে উদ্বোধন হলো ১১০টি মোবাইল মেডিক্যাল ইউনিটের! ৩৫টি রোগের পরীক্ষা-সহ আর কী কী সুবিধা মিলবে?

Tuesday, November 11 2025, 12:55 pm
highlightKey Highlights

মঙ্গলবার স্বাস্থ্যভবন থেকে ১১০টি মোবাইল মেডিক্যাল ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


রাজ্যের স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে বড় পদক্ষেপ নিলো পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার স্বাস্থ্যভবন থেকে ১১০টি মোবাইল মেডিক্যাল ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মোবাইল মেডিক্যাল ইউনিটে হিমোগ্লোবিন, প্রেগন্যান্সি, ম্যালেরিয়া, ইসিজি, ব্লাড সুগার সহ ৩৫টি রোগের পরীক্ষা করা যাবে বিনামূল্যে। সেই সঙ্গে থাকবে চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, প্রয়োজনীয় সরঞ্জাম এবং ওষুধও। যেখানে যেখানে এই ইউনিট যাবে, সেখানকার মানুষজনকে আগে থেকে জানিয়ে দেওয়া হবে। এতে বিশেষ ভাবে উপকৃত হবেন অন্তঃসত্ত্বা মহিলা এবং শিশুরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File