রাজ্য

WB Governor | সরতে চলেছেন সিভি আনন্দ বোস? বাংলার নয়া রাজ্যপালের দায়িত্ব পেতে পারেন গুজরাটের এই আইন বিশেষজ্ঞ!

WB Governor | সরতে চলেছেন সিভি আনন্দ বোস? বাংলার নয়া রাজ্যপালের দায়িত্ব পেতে পারেন গুজরাটের এই আইন বিশেষজ্ঞ!
Key Highlights

ড. সি ভি আনন্দ বোসের জায়গায় আসতে পারেন সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন বিচারপতি বেলা মাধুর্য ত্রিবেদী।

শীঘ্রই পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে সরতে চলেছেন ড. সি ভি আনন্দ বোস। সূত্রের খবর, বোসের জায়গায় আসতে পারেন সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন বিচারপতি বেলা মাধুর্য ত্রিবেদী। জানা গিয়েছে, জুনে তাঁর অবসরগ্রহণের কথা থাকলেও তিনি ইতিমধ্যে অবসর নিয়ে নিয়েছেন। শোনা যাচ্ছে, একটি বিদেশ সফর থেকে ফিরেই বাংলার রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেবেন গুজরাটের এই আইন বিশেষজ্ঞ। উল্লেখ্য, এর আগে বেলা মাধুর্য ত্রিবেদী গুজরাটের আইন দপ্তরের সচিব, গুজরাট হাই কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব সামলেছেন।