C V Ananda Bose | ‘Will Blast Him’- রাজ্যপালকে মেইল পাঠিয়ে খুনের হুমকি! নিরাপত্তা বাড়লো সি ভি আনন্দ বোসের

Friday, January 9 2026, 5:09 am
C V Ananda Bose | ‘Will Blast Him’- রাজ্যপালকে মেইল পাঠিয়ে খুনের হুমকি! নিরাপত্তা বাড়লো সি ভি আনন্দ বোসের
highlightKey Highlights

হুমকি দিয়ে রাজ্যপালের উদ্দেশে একটি মেইল পাঠানো হয়েছে বলে সূত্রের খবর, যাতে লেখা আছে ‘Will Blast Him’।


রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি নিয়ে একাধিকবার মুখ খুলেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এবার খুনের হুমকি পেলেন খোদ রাজ্যপাল। সূত্রের খবর, বৃহস্পতিবার রাজ্যপালের উদ্দেশ্যে একটি মেইল পাঠানো হয়েছে, যাতে লেখা আছে ‘Will Blast Him’। এরপরই বাড়িয়ে দেওয়া হয়েছে রাজ্যপালের জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা। যদিও মেইল পাওয়ার পর রাজ্যপাল সিদ্ধান্ত নিয়েছেন, শুক্রবার কোনও নিরাপত্তারক্ষী ছাড়াই কলকাতার রাস্তায় হাঁটবেন তিনি। তিনি আশা করছেন, কলকাতার সাধারণ মানুষ তাঁকে নিরাপত্তা দেবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File