রাজ্য

Dog Feeding | পথ কুকুরদের খাবার দেন? মেনে চলতে হবে এই নিয়ম! হাইকোর্টে SOP দিলো রাজ্য সরকার

Dog Feeding | পথ কুকুরদের খাবার দেন? মেনে চলতে হবে এই নিয়ম! হাইকোর্টে SOP দিলো রাজ্য সরকার
Key Highlights

হাইকোর্টের নির্দেশে পথ কুকুরদের খাওয়ানো নিয়ে কলকাতা হাইকোর্টে SOP জমা দিল রাজ্য সরকার।

হাইকোর্টের নির্দেশে পথ কুকুরদের খাওয়ানো নিয়ে কলকাতা হাইকোর্টে SOP জমা দিল রাজ্য সরকার। সেখানে কলকাতা ও হাওড়ার সঙ্গে গোটা রাজ্যের শহর এলাকায় পথ কুকুরদের খাওয়ানোর জন্য জায়গা নির্দিষ্ট করতে বলা হয়েছে। দিনের কোন সময় খাবার দেওয়া যাবে, তাও ঠিক করতে বলা হয়েছে। পাশাপাশি সেই জায়গা পোষ্যপ্রেমীকেই পরিষ্কার করতে হবে বলে জানানো হয়। এছাড়াও বলা হয়েছে, পথকুকুরদের ভাত, ডাল, রুটির মতো খাবার দেওয়া যাবে। কিন্তু চকোলেট, চিপস বা কোল্ড ড্রিঙ্কের মতো খাবার দেওয়া যাবে না।