রাজ্য

২রা মে ফলাফল! নতুন রূপে সাজছে বিধানসভা ভবন, জোরকদমে চলছে প্রস্তুতি

২রা মে ফলাফল! নতুন রূপে সাজছে বিধানসভা ভবন, জোরকদমে চলছে প্রস্তুতি
Key Highlights

একদিকে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ; অন্যদিকে কাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের অষ্টম এবং শেষ দফার ভোট। আগামী ২রা মে নির্বাচনের ফলাফল জানা যাবে। তার আগে প্রস্তুতি নিচ্ছে বিধানসভা ভবন। বর্তমান পরিস্থিতিতে ২৯৪ জন বিধায়কের একসাথে শপথগ্রহণ সম্ভব নয়, তা নিয়ে বিকল্প চিন্তা চলছে। আপাতত ভোটে জয়ের পর বিধানসভায় পা রেখেই যেই ফর্ম পূরণ করতে হয় নির্বাচিত জনপ্রতিনিধিদের, সেটি ছাপানোর কাজ চলছে।