ফলপ্রকাশের পর নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন মহুয়া মৈত্র
Thursday, December 21 2023, 2:33 pm
Key Highlightsজাতীয় নির্বাচন কমিশনকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। বললেন, ‘দিল্লিতে নির্বাচন সদন নতুন শ্মশান। এখানে সাংবিধানিক সংস্থা পুড়েছে’। পশ্চিমবঙ্গ নির্বাচনের ফল ঘোষণার পর এভাবেই ট্যুইট করে কমিশনকে নিশানা করলেন তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ।কোভিড পর্বে ভোট পরিচালনা নিয়ে সম্প্রতি মাদ্রাজ হাইকোর্ট কমিশনকে তীব্র তিরস্কার করেছিল। মাদ্রাজ হাইকোর্টের ওই মন্তব্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়েছে কমিশন। এ ব্যাপারেও কমিশনকে ট্যুইটে নিশানা করেছিলেন মহুয়া মৈত্র। তিনি ট্যুইট করে বলেন, কমিশন হাইকোর্টকে বলেছে যে, এ ব্যাপারে সংবাদমাধ্যমে প্রতিবেদন এক নিরপেক্ষ সাংবিধানিক সংস্থা হিসেবে কমিশনের ভাবমূর্তি কালিমালিপ্ত করেছে।
- Related topics -
- বিধানসভা নির্বাচন
- দিল্লী
- মহুয়া মৈত্র
- রাজ্য

