রাজনৈতিক

শীতলকুচি-কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় এফআইআর দায় করল বিজেপি

শীতলকুচি-কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় এফআইআর দায় করল বিজেপি
Key Highlights

বুধবার মুখ্যমন্ত্রীর শীতলকুচি সফরের দিনেই মাথাভাঙা থানায় অভিযোগ দায় করেছে গেরুয়া শিবিরের সংখ্যালঘু মোর্চা। বিজেপি-র সংখ্যালঘু মোর্চার কোচবিহার জেলার সভাপতি সিদ্দিক আলি মিয়াঁ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি লিখেছেন, ‘গত ৭ এপ্রিল মাথাভাঙার জনসভায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয় বাসিন্দা এবং মহিলাদের ঝাঁটা, হাতা লাঠি, খুন্তি নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করতে নির্দেশ দেন। এক দল মানুষকে ঘেরাও করা এবং আর এক দলকে ভোট দেওয়ার জন্য নির্দেশ দেন। তার জেরেই গত ১০ এপ্রিল জোড়পাটকির ১২৬ নম্বর বুথে গণ্ডগোল বাধে এবং ৪ জনের মৃত্যু হয়’। এই অভিযোগের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদনও জানিয়েছে গেরুয়া শিবির।