কাঁথিতে হামলা সৌমেন্দু অধিকারীর গাড়িতে, আক্রান্ত হন গাড়ির চালক
Saturday, March 27 2021, 10:34 am
Key Highlights
কাঁথি দক্ষিণের সাবাজপুটে বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীর গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত গাড়ি চালকও। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শুধু গাড়ি নয়, আক্রমণের হাত থেকে রেহাই মেলেনি সৌমেন্দুর গাড়ির চালকেরও। সৌমেন্দুর গাড়ির চালক গোপাল সিংহ বলেন, ‘আমাকে টেনে নিয়ে গিয়ে পাথর দিয়ে মেরেছে। সৌমেন্দু বুথে ছিল বলে ওকে মারতে পারেনি। চিৎকার করছিল। বলছিল, ওঁকেই মার। এখানকার তৃণমূল ব্লক প্রেসিডেন্ট আমাদের নির্বাচনী এজেন্টকে মেরে উঠিয়ে দিয়েছে। সেই খবর পেয়েই এসেছিলাম আমরা।’
- Related topics -
- রাজ্য
- কাঁথি
- বিজেপি
- তৃণমূল কংগ্রেস
- বিধানসভা নির্বাচন