Mamata Banerjee | চিড়িয়াখানার বিপরীতে খুলবে শপিং মল, ১ টাকায় মিলবে জমি! ‘শিল্পান্ন’র উদ্বোধন মুখ্যমন্ত্রীর
Friday, July 11 2025, 4:41 am

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের উদ্দেশ্যে বৃহস্পতিবার আলিপুরে ‘শিল্পান্ন’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের উদ্দেশ্যে বৃহস্পতিবার আলিপুরে ‘শিল্পান্ন’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চর্ম ও কুটির শিল্প কেন্দ্রিক ৪৬টি স্টল নিয়ে তৈরী আলিপুরের ‘শিল্পান্ন’। এদিন চিড়িয়াখানার বিপরীতে শপিং মল খোলার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “জেলার হেডকোয়ার্টারে শপিং মল করছি। এক টাকায় জমি দেব। যারা বানাবে তাদের জন্য একটাই শর্ত। কিন্তু দুটো ফ্লোর আমার চাই আমার স্বনির্ভরগোষ্ঠীর মেয়েদের জন্য।” এই প্রকল্পের হাত ধরে রাজ্যের উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানও হবে, আশা মুখ্যমন্ত্রীর।