রাজ্যভয়াবহ করোনা পরিস্থিতির জন্য কলকাতায় আর প্রচার করবেন না মমতা, জানালেন ডেরেক ও'ব্রায়েন।

Key Highlightsযে হারে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে, সে কথা মাথায় রেখে তৃণমূল সুপ্রিমো জানিয়ে দিলেন যে তিনি কলকাতায় আর নির্বাচনী প্রচার করবেন না। গতকাল রাত ১১ টা বেজে ৫৭ মিনিটে নিজের টুইটার হ্যান্ডেলে ডেরেক ও'ব্রায়েন এই সংবাদ জানিয়েছেন। পাশাপাশি আরও বলেছেন যে, ২৬ শে এপ্রিল অর্থাৎ নির্বাচনের প্রচারের শেষ দিন তিনি শুধু একটি প্রতীকী বৈঠক করবেন। বঙ্গের অন্যান্য জেলায় নির্বাচনী প্রচারের জন্য ৩০ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে।