Waterlogged | লাগাতার বৃষ্টিতে জলমগ্ন উত্তর ও মধ্য কলকাতা! কোন কোন রাস্তা এড়িয়ে চলবেন?
Tuesday, July 8 2025, 7:29 am
Key Highlightsলাগাতার বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতার একাধিক রাস্তা। জল জমেছে উত্তর ও মধ্য কলকাতার একাধিক রাস্তা।
লাগাতার বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতার একাধিক রাস্তা। জল জমেছে উত্তর ও মধ্য কলকাতার একাধিক রাস্তা। কলকাতা ট্র্যাফিক পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সেন্ট্রাল অ্যাভিনিউ, বিবি গাঙ্গুলি স্ট্রিট, মুক্তারাম বাবু স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ি, কলেজ স্ট্রিট বাটা মোড়, নর্থ পোর্ট থানা লাগোয়া এলাকায় জল জমেছে। এ ছাড়াও কাঁকুড়গাছি, পাতিপুকুর আন্ডারপাসে জমেছে জল। পার্ক স্ট্রিট, বিবাদী বাগ ও লালবাজারের সামনেও কিছু জায়গাতে জমতে শুরু করেছে জল। এদিকে কলকাতা পুরসভা সূত্রে খবর, ইতিমধ্যেই জল সরানোর চেষ্টা হচ্ছে।
- Related topics -
- শহর কলকাতা
- বৃষ্টিপাত
- কলকাতা পুলিশ
- কলকাতা পুরসভা

