Yamuna | দিল্লিতে বিপদসীমা ছাড়িয়ে গেলো যমুনার নদীর জলস্তর, লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরপ্রদেশ-হিমাচল!

Thursday, August 7 2025, 7:58 am
highlightKey Highlights

লাগাতার বৃষ্টির জেরে বিপদসীমা ছাড়িয়ে গেলো যমুনার নদীর জলস্তর।


লাগাতার বৃষ্টির জেরে বিপদসীমা ছাড়িয়ে গেলো যমুনার নদীর জলস্তর। আজ দিল্লির পুরোনো রেলওয়ে ব্রিজে জলস্তর পৌঁছেছে ২০৪.৮৮ মিটারে। যা ২০৪.৫ মিটারের বিপদসীমা অতিক্রম করে গিয়েছে। তবে কেবল দিল্লিই নয়, লাগাতার বর্ষার জেরে অন্য রাজ্যেও একইরকম পরিস্থিতি। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এবং বারাণসীতে প্রবল বৃষ্টির ফলে সেখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হিমাচল প্রদেশে গত দুই মাস ধরে ভারী বর্ষণের কারণে ২০ জুন থেকে ৬ আগস্টের মধ্যে ১৯৯ জনের মৃত্যু হয়েছে। ক্ষতি হয়েছে ১৯০৫ কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তির।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File