মার্কিন যুক্তরাষ্ট্র

Washington Post | আমেরিকার সাম্প্রতিক অবস্থা তুলে ধরতে বাধা! ইস্তফা পুলিৎজারজয়ী কার্টুনিস্টের

Washington Post | আমেরিকার সাম্প্রতিক অবস্থা তুলে ধরতে বাধা! ইস্তফা পুলিৎজারজয়ী কার্টুনিস্টের
Key Highlights

ওয়াশিংটন পোস্টের পুলিৎজারজয়ী কার্টুনিস্ট ট্রাম্পের কটাক্ষমূলক কার্টুন ছাপা না হওয়ায় চাকরি ছেড়ে দিয়েছেন।

‘সংবাদপত্রের স্বাধীনতার জন্য বিপজ্জনক’! এমন বিতর্কিত মন্তব্য করে ইস্তফা দিলেন ওয়াশিংটন পোস্টের পুলিৎজারজয়ী কার্টুনিস্ট অ্যান টেলনেস। সম্প্রতি তিনি আমেরিকার সাম্প্রতিক অবস্থা তুলে ধরে এক কার্টুন এঁকেছিলেন, তাতে দেখা যায় হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে নতজানু হয়ে বসে রয়েছেন ওয়াশিংটন পোস্টের মালিক জেফ বেজোস এবং আমেরিকার বড় বড় শিল্পপতিরা। কিন্তু সেই ছবি সংবাদপত্রে ছাপা হয়নি। এতেই ক্ষুব্ধ হন ওই বিশ্বখ্যাত কার্টুনিস্ট।