WB Weather | গত ১০ বছরে উষ্ণতম বড়দিন! নিম্নচাপ আর পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ক্রিসমাসেও নেই সেইভাবে ঠান্ডা
Wednesday, December 25 2024, 12:27 pm
Key Highlights
আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ আর পশ্চিমী ঝঞ্ঝার দাপটে এবছর উষ্ণ বড়দিন।
গত ১০ বছরে উষ্ণতম বড়দিন দেখলো তিলোত্তমা। আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ আর পশ্চিমী ঝঞ্ঝার দাপটে এবছর উষ্ণ বড়দিন। আবহাওয়াবিদরা জানিয়েছেন, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর পশ্চিম ভারতে। সোমবার এটি রাজ্যে প্রবেশ করেছে। অন্যদিকে, শুক্রবার উত্তর পশ্চিম ভারতে ঢুকতে পারে আরও একটি ঝঞ্ঝা। এই জোড়া ফলাতেই শীত ক্রমশ পিছু হটছে। আগামী দুই থেকে তিনদিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। যদিও দিন কয়েক পর বদলাবে আবহাওয়া। বছর শেষে নিম্নমুখী হতে পারে পারদ।
- Related topics -
- শহর কলকাতা
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- বড়দিন
- ক্রিসমাস