Waqf Bill | আজ লোকসভায় ওয়াকফ বিল পেশ, মরিয়া বিজেপি, অশান্তির আশঙ্কা করছে পুলিশ

Wednesday, April 2 2025, 3:07 am
highlightKey Highlights

লোকসভায় এদিন ওয়াকফ বিল পাশ হলে আগামিকালই তা রাজ্যসভায় পেশ করা হতে পারে। উত্তপ্ত হতে পারে লোকসভার অধিবেশন।


আজ বুধবার লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তা নিয়ে দীর্ঘ ৮ ঘন্টা আলোচনা হওয়ার কথা। গতকাল লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার ডাকা বৈঠকে অবশ্য অসহযোগিতার আভাস পাওয়া গিয়েছিলো। কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলগুলি জানিয়েছে এই বিলের বিরুদ্ধে ভোট দেবে তারা। এদিন সব সদস্যদের লোকসভায় উপস্থিত থাকা বাধ্যতামূলক করতে 'হুইপ' জারি করেছে বিরোধী দলগুলি। বিল পাশ করতে মরিয়া বিজেপিও 'হুইপ' জারি করেছে। সবমিলিয়ে এদিন উত্তপ্ত হতে পারে লোকসভা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File