Lebanon | পেজার বিস্ফোরণের পর এবার লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণ! মোট মৃতের সংখ্যা বেড়ে ৩২, জখম ৩২৫০ জন
Thursday, September 19 2024, 6:50 am
Key Highlightsলেবাননে পেজার বিস্ফোরণের পর এবার ওয়াকিটকি বিস্ফোরণ। এই বিস্ফোরণে লেবাননে মোট মৃতের সংখ্যা বেড়ে ৩২।
লেবাননে পেজার বিস্ফোরণের পর এবার ওয়াকিটকি বিস্ফোরণ। এই বিস্ফোরণে লেবাননে মোট মৃতের সংখ্যা বেড়ে ৩২। জখম হয়েছেন আরও ৪৫০ জন। এই আবহে সব মিলিয়ে লেবাননে ডিভাইস বিস্ফোরণে জখম ব্যক্তিদের সংখ্যা বেড়ে ৩২৫০ হয়েছে। রিপোর্টে দাবি করা হচ্ছে, ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের এজেন্টরা এই হামলার নেপথ্যে আছেন। তারা লুকিয়ে থেকে হিজবুল্লার জঙ্গিদের ডিভাইসে বিস্ফোরণ ঘটিয়েছেন রিমোট দিয়ে। তবে এই হামলাগুলি নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি ইজরায়েল সরকার বা সেনাবাহিনী।
- Related topics -
- আন্তর্জাতিক
- বিস্ফোরণ
- জঙ্গি হামলা

