শহর কলকাতা

Minerva Theatre | ঐতিহ্যের স্বীকৃতি, শতবর্ষ প্রাচীন মিনার্ভা থিয়েটার পেল 'ব্লু প্লেক হেরিটেজ' তকমা

Minerva Theatre | ঐতিহ্যের স্বীকৃতি, শতবর্ষ প্রাচীন মিনার্ভা থিয়েটার পেল 'ব্লু প্লেক হেরিটেজ' তকমা
Key Highlights

১৩২ বছরের পুরনো মিনার্ভা থিয়েটার পেল ব্লু প্লেক হেরিটেজ তকমা। বাংলার শিল্প জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত এই থিয়েটারের মুকুটে লাগল নতুন পালক।

উত্তর কলকাতার বিডন স্ট্রিটে অবস্থিত মিনার্ভা থিয়েটার। ১৩২ বছরের পুরনো এই থিয়েটার বাঙালির থিয়েটারের ইতিহাসের সাথে ওতপ্রোত ভাবে জুড়িয়ে রয়েছে। এবার এই 'মিনার্ভা থিয়েটার' কে দেওয়া হলো 'ব্লু প্লেক হেরিটেজ' তকমা। এই সম্মান সেইসব স্থাপত্যকে দেওয়া হয় যাদের ঐতিহাসিক মূল্য রয়েছে। KMC হেরিটেজ কমিটির তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। ১৮৯৩ সালে প্রতিষ্ঠিত এই থিয়েটারে এককালে অভিনয় করেছেন গিরিশ চন্দ্র ঘোষ, শিশির কুমার ভাদুড়ি, উৎপল দত্ত, উত্তমকুমারের মতো রথী মহারথীরা।