Jammu-Kashmir | জম্মু ও কাশ্মীরের আকাশে উড়ছে পাকিস্তানি ড্রোন! সাম্বা ও পুঞ্চ সেক্টরে জারি হাই অ্যালার্ট

Thursday, January 15 2026, 4:50 pm
Jammu-Kashmir | জম্মু ও কাশ্মীরের আকাশে উড়ছে পাকিস্তানি ড্রোন! সাম্বা ও পুঞ্চ সেক্টরে জারি হাই অ্যালার্ট
highlightKey Highlights

সাম্বা ও পুঞ্চ সেক্টরে এই ড্রোন অনুপ্রবেশের ঘটনায় নড়েচড়ে বসেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।


ভারতীয় নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, সাম্বা জেলার রামগড় সেক্টরের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন কেসো মানহাসান গ্রামে এবং পুঞ্চের দেগওয়ার সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে ড্রোনগুলির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সেনা। রাডারে ড্রোনের উপস্থিতি ধরা পড়তেই ড্রোনগুলিকে রুখতে এবং নিস্ক্রিয় করতে সঙ্গে সঙ্গে ‘কাউন্টার ইউএএস’ বা ড্রোন প্রতিরোধী ব্যবস্থা সক্রিয় করে সেনাবাহিনী। এক সপ্তাহের মধ্যে তিনবার পাকিস্তান থেকে ড্রোন অনুপ্রবেশের ঘটনায় চিন্তায় ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দারা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File