Key Highlights
আজ ২৫ শে জানুয়ারী, ২০২১। ১১তম জাতীয় ভোটার দিবস উপলক্ষে জাতীয় নির্বাচন কমিশন ভারতীয় নাগরিকদের জন্য নিয়ে এলো সুখবর। এবার থেকে ভোটার কার্ড না থাকলেও এপিক কার্ড দিয়ে ভোটদান সম্ভব। কমিশন জানিয়েছে, ভোটার হেল্পলাইন অ্যাপ এবং https://voterportal.eci.gov.in ও https://www.nvsp.in ওয়েবসাইটের মাধ্যমে এই EPIC কার্ড নিজ মোবাইলে ডাউনলোড করতে পারবেন ভোটাররা। পাশাপাশি নির্দিষ্ট দিনে বুথে গিয়ে এটি দেখালেই ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ মিলবে। ছবি সৌজন্যে- নির্বাচন কমিশন
- Related topics -
- দেশ
- বৈদ্যুতিন এপিক কার্ড
- ভোটার কার্ড
- জাতীয় ভোটার দিবস
- নির্বাচন কমিশন