Vladimir Putin | ঝোল মোমো থেকে বাদামের হালুয়া, খাঁটি নিরামিষ নৈশভোজ সারলেন পুতিন, মেনুতে কী কী ছিল?

Saturday, December 6 2025, 6:24 am
highlightKey Highlights

জানা গেল রাষ্ট্রপতি ভবনে শুক্রবার নৈশভোজে কী কী ছিল রুশ প্রেসিডেন্টের পাতে।


পুতিনের মেনুর প্রথমেই ছিল দক্ষিণী স্যুপ মুরুঙ্গেলাই চারু। ছিল কাশ্মীরের পদ গুচ্চি দুন চেতিন, কালে চানে কে শিকামপুরী (একধরনের কাবাব), নিরামিষ ঝোল মোমো সঙ্গে চাটনি। মেন কোর্সে ছিল জাফরানি পনির রোল, পালক মেথি মটর শাক, তন্দুরি ভারওয়ান আলু, আচারি বেইঙ্গন (বেগুন), হলুদ ডাল তড়কা, জাফরানি পোলাও। মিষ্টিমুখের ছিল বাদামের হালুয়া, কেশর-পেস্তা কুলফি, গুড়-সন্দেশ, মুরাক্কু। সঙ্গে ছিল তাজা ফল, আচার, স্যালাড। পানীয়র মধ্যে ছিল ডালিম, কমলা, গাজর এবং আদার রস। রুটির মধ্যে ছিল লাচ্চা পরোটা, মিসসি রুটি, সাতনাজ রুটি ও বিস্কুটি রুটি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File