টেকনোলজি

জনপ্রিয় এক স্মার্টফোনের দাম কমাল Vivo, ২০০০ টাকা কমলো Vivo V20 স্মার্টফোনটি

জনপ্রিয় এক স্মার্টফোনের দাম কমাল Vivo, ২০০০ টাকা কমলো Vivo V20 স্মার্টফোনটি
Key Highlights

খুব সম্প্রতি লঞ্চ হওয়া জনপ্রিয় এক স্মার্টফোনের দাম কমাল Vivo। আর সেই ফোনটির নাম Vivo V20। গত বছর অক্টোবরে এই ফোনটি লঞ্চ করা হয়েছিল। এবার সেই Vivo V20 স্মার্টফোনের দাম 2000 টাকা কমাল কোম্পানি। নতুন দামে Vivo V20 ফোনটি অফলাইন এবং অনলাইনে বিভিন্ন জায়গায় কিনতে পারবেন আগ্রহীরা। Vivo-র এই ফোনটি একাধিক ভ্যারিয়্যান্টের সঙ্গে লঞ্চ করা হয়েছিল। ফোনটির 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 24,990 টাকা। এছাড়াও রয়েছে ফোনের একটি 8GB RAM ও 256GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট, লঞ্চ করার সময়ে যার দাম ছিল 27,990 টাকা।