VisvaBharati University | বিশ্বভারতীর বসন্ত উৎসবে কড়াকড়ি, বহিরাগতের প্রবেশ নিষিদ্ধ এবারও

এবছরও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসবে প্রবেশের অনুমতি মিলবে না সাধারণ মানুষের।
বিশ্বভারতীর ঐতিহ্যবাহী বসন্তোৎসব একসময় সারাদেশের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলো। তবে ২০২০ সালে করোনাকাল থেকে এই উৎসবে সাধারন মানুষের এবং পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। ২০২৩ এবং ২০২৪ সাল, এই দু বছর শুধুমাত্র বিশ্বভারতীর ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারাই নিজেদের মধ্যে এই উৎসব পালন করেছিলেন। এবারও এই নিয়মই বহাল রইলো। দোলের আগে বিশ্বভারতীর মধ্যেই এই উৎসব পালিত হবে। বিশ্বভারতীর বর্তমান কর্তৃপক্ষের মতে, ভিড় ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।