বিনোদনমাত্র ২ বছরের শিশুর বিরল স্নায়ুরোগের চিকিৎসায় সাহায্যার্থে এগিয়ে এলেন বিরুষ্কা
শিরদাঁড়ার জটিল জিনঘটিত রোগের শিকার মাত্র ২ বছরের শিশু আয়াংস গুপ্তা। ডাক্তারি পরিভাষায় যে রোগের নাম স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি বা এসএমএ। এর চিকিৎসায় অপরিহার্য ইঞ্জেকশনটির নাম জোলগেন এসএমএ। তারই দাম ১৬ কোটি টাকা। দুই বছরের সন্তানের চিকিৎসা করানোর জন্য এমন মহার্ঘ ওষুধ কেনার সাধ্য ছিল না বাবা-মায়ের। সাহায্যের আর্জি জানিয়ে তাঁরা টুইটারে আবেদন করে। সেই আবেদনেই সাড়া দিয়ে এগিয়ে আসেন দেশের অন্যতম দুই সেলেব্রিটি দম্পতি বিরাট কোহলি ও অভিনেত্রী অনুষ্কা শর্মা।