খেলাধুলা

Virender Sehwag Divorce | ক্রিকেট দুনিয়ায় আবার ভাঙছে বিয়ে! বীরেন্দ্র সেহবাগ ও স্ত্রী আরতির বিচ্ছেদ নিয়ে চলছে জল্পনা

Virender Sehwag Divorce | ক্রিকেট দুনিয়ায় আবার ভাঙছে বিয়ে! বীরেন্দ্র সেহবাগ ও স্ত্রী আরতির বিচ্ছেদ নিয়ে চলছে জল্পনা
Key Highlights

বিয়ের ২১ বছর পর ঘর ভাঙছে বীরেন্দ্র সেহবাগের। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেছেন সেহবাগ ও আরতি।

ভারতীয় ক্রিকেট দুনিয়ায় চলছে জোর জল্পনা। সম্ভবত ভাঙতে চলেছে ভারতের কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগের বিয়ে। সেহবাগ এবং তাঁর স্ত্রী আরতি সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। সেহবাগের ইনস্টাগ্রামে এখনও জ্বলজ্বল করছে বিবাহবার্ষিকীর শুভেচ্ছাসহ একটি পোস্ট যার ক্যাপশনে মজা করে সেহবাগ লিখেছেন ''প্রেম অন্ধ। তবে বিয়ে চোখ খুলে দেয়। আরতি, বিবাহবার্ষিকীর শুভেচ্ছা।'' দীপাবলির সময় সহবাগ তাঁর দুই পুত্র ও মায়ের সঙ্গে ছবি শেয়ার করলেও আরতির ব্যাপারে সম্পূর্ণ নীরব রয়েছেন তিনি।