Indian Cricket | সিংহাসন ছেড়েছেন 'কিং কোহলি', শূন্য সিংহাসনে বসার যোগ্য কারা?

বিরাট নেই, রোহিতও ব্রাত্য। ভারতীয় ক্রিকেটের সামনে এখন কঠিন প্রশ্ন, দল চালাবেন কে?
রোহিত কোহলিহীন ভারতীয় টিমের সামনে এখন কঠিন প্রশ্ন, দল চালাবে কে? কয়েকটি নাম উঠে আসছে দলের অন্দর থেকে। ১) সাই সুদর্শন: ১১ ইনিংসে ৫০৯ রান করে নজর কেড়েছেন তিনি। ২) শ্রেয়স আইয়ার: নিজের দুর্বলতাকে নস্যাৎ করে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছেন। ৩) রজত পাতিদার: ঘরোয়া ক্রিকেটে ৪৭৩৮ রান রয়েছে। ৪) দেবদত্ত পাড়িক্কল: ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছেন। তবে আরো খাটতে হবে তাঁকে। ৫) সরফরাজ খান: রঞ্জি থেকে নিউজিল্যান্ড, দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। ৬)করুন নায়ার: ভারতের হয়ে টেস্টে ট্রিপল সেঞ্চুরি আছে তাঁর।