‘ভাইজ’এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর বিরাট কোহালি! সেখানের আয়ের পুরোটাই দুঃস্থ শিশুদের দান করবেন তিনি।

Wednesday, November 18 2020, 7:07 am
 ‘ভাইজ’এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর বিরাট কোহালি! সেখানের আয়ের পুরোটাই দুঃস্থ শিশুদের দান করবেন তিনি।
highlightKey Highlights

স্বাস্থ্যসুরক্ষা বিপণন সংস্থা ‘ভাইজ’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন বিরাট কোহালি। একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে বিরাট সেখান থেকে তাঁর আয়ের পুরোটাই পৌঁছে দিতে চান ১০ হাজার দুঃস্থ বাচ্চাদের কাছে। এই শিশুদের সকলেই অপুষ্টির শিকার। তাদের খাওয়ার ব্যবস্থা করার জন্যই এই পদক্ষেপ করছেন ভারত অধিনায়ক। বিরাট বলেন, “ভারতে অপুষ্টির বিরুদ্ধে যে লড়াই চলছে, তার অংশ হতে পেরে আমি গর্বিত।” ‘ভাইজ’-র প্রতিষ্ঠাতা অক্ষত জৈন বলেন, “আমরা বিরাটকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বেছে নিয়েছি কারণ শৃঙ্খলা, কঠোরতা এবং প্রস্তুতির বিশ্বমানের প্রতীক ও।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File