Virat Kohli | বিজয় হাজারেতে জ্বলে উঠলেন 'কিং কোহলি', ৮৫ বলে সেঞ্চুরি বিরাটের!

সিকিমের বিরুদ্ধে ৬২ বলে রোহিত শর্মার সেঞ্চুরির পর এ বার অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে বিরাট কোহলি সেঞ্চুরি করলেন।
BCCI এর নির্দেশ অনুযায়ী টিম ইন্ডিয়ার সব খেলোয়াড়কে বিজয় হাজারে ট্রফিতে অন্তত ২টি ম্যাচ খেলতে হচ্ছে। সিকিমের বিরুদ্ধে ৬২ বলে রোহিত শর্মার সেঞ্চুরির পর এবার সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলিও। দিল্লি বনাম অন্ধ্রপ্রদেশ ম্যাচে ৮৫ বলে শতরান করলেন তিনি। বিরাটের ১০০ রানের মধ্যে রয়েছে ১১টা চার ও তিনটে ছক্কা। এই ম্যাচে ভারতের লিস্ট A ক্রিকেটে দ্রুততম ১৬ হাজার রান করলেন তিনি। ৩৩০টা ইনিংসে এই রেকর্ড গড়লেন তিনি। ভাঙলেন সচিনের ৩৯১ ইনিংসে ১৬ হাজার রানের রেকর্ড।
