Virat-Ranji Trophy | 'বিরাট' ভিড়ে বিশৃঙ্খলা! ১২ বছর পর রনজিতে কোহলির প্রত্যাবর্তন ম্যাচে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি!
Thursday, January 30 2025, 8:40 am
Key Highlightsখেলার প্রথম দিনেই অন্তত ১০ হাজার দর্শক স্টেডিয়ামে এসেছেন বলে প্রাথমিকভাবে অনুমান।
রনজিতে কোহলির প্রত্যাবর্তন ম্যাচে বিশৃঙ্খলা! দর্শকদের হুড়োহুড়িতে কার্যত পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরী হয়! এদিন বিরাট কোহলির ১২ বছর পর রনজিতে প্রত্যাবর্তন ম্যাচ ছিল দিল্লির স্টেডিয়ামে। আর এই ম্যাচ বিনামূল্যে দেখতে হাজার হাজার দর্শক আসেন। খেলার প্রথম দিনেই অন্তত ১০ হাজার দর্শক স্টেডিয়ামে এসেছেন বলে প্রাথমিকভাবে অনুমান। সকাল আটটা থেকে স্টেডিয়ামে ভিড় জমানো শুরু করেন সমর্থকরা। হুড়োহুড়িতে পড়ে যায় অনেকে। বেশ কয়েকজন সমর্থক আহত হন। কয়েকটি বাইক ক্ষতিগ্রস্ত হয়।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ক্রিকেটার
- বিরাট কোহলি
- রঞ্জি ট্রফি
- নয়াদিল্লি
- দিল্লি পুলিশ

