Virat Kohli and Rohit Sharma | শনিতে দল ঘোষণা, অস্ট্রেলিয়া সিরিজের দলে থাকছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা?

Friday, October 3 2025, 5:17 pm
highlightKey Highlights

আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য ওয়ানডে দলে বিরাট কোহলি এবং রোহিত শর্মা থাকার সম্ভাবনা রয়েছে।


১৯ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে ২৩ অক্টোবর, অ্যাডিলেড ওভালে। ২৫ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ওয়ানডে। সূত্রের খবর, ৪ই অক্টোবর অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা হবে। বিরাট কোহলি এবং রোহিত শর্মা ওয়ানডে দলে থাকবেন কি না, তা নিয়ে জল্পনা বাড়ছে। ২২ গজে তাঁদের আবার দেখার জন্য মুখিয়ে সমর্থকরা। প্রশ্ন উঠছে হার্দিক পাণ্ডিয়া এবং ঋষভ পন্থকে নিয়েও। ইংল্যান্ডে চতুর্থ টেস্টে পায়ের পাতায় চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন পন্থ। এশিয়া কাপে চোট পেয়েছিলেন পাণ্ডিয়াও ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File