শহরের রাস্তাঘাটে ঘুরে বেড়ানো পশুদের জন্য আস্তানা গড়লেন বিরাট-অনুষ্কা
Monday, April 5 2021, 5:05 am
 Key Highlights
Key Highlightsবিরাট কোহলির পশুপ্রেমের কথা কারও অজানা নয়। তাঁর নিজস্ব সংস্থা পশুদের জন্য নানা কল্যাণমূলক কর্মসূচি নিয়ে থাকে গোটা বছর। এবার রাস্তার কুকুরদের জন্য মুম্বইয়ে দুটি শেল্টার খুললেন কোহলি। অনুপ্রেরণা? স্ত্রী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মা। জাতীয় দল তথা আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-এর অধিনায়ক বিরাট কোহলি রবিবার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, শহরের রাস্তাঘাটে ঘুরে বেড়ানো পশুদের জন্য নিরাপদ আস্তানা গড়ার ইচ্ছা তাঁর বহুদিনের। শেষ পর্যন্ত সেই ব্যবস্থা করতে পেরে তিনি যে সত্যিই খুব খুশি, সেটাও জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটসম্যান।
-  Related topics - 
- সেলিব্রিটি
- বলিউড
- অনুষ্কা শর্মা
- বিরাট কোহলি
- মুম্বাই

 
 