Virat-Anushka | অবসরের পরের দিনই বৃন্দাবনে 'বিরুষ্কা'! প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজের কাছ থেকে আশীর্বাদ নিলেন সেলিব্রিটি দম্পতি!

সোমবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। এর পরের দিনই স্ত্রী, অভিনেত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে বৃন্দাবনে গেলেন কিংবদন্তি ক্রিকেটার।
সোমবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। এর পরের দিনই স্ত্রী, অভিনেত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে বৃন্দাবনে গেলেন কিংবদন্তি ক্রিকেটার। মঙ্গলবার সাত সকালে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, গাড়িতে শুভ্রবসনে প্রেমানন্দ মহারাজের দরবারে আশীর্বাদ নিলেন বিরুষ্কা। বলিউড মাধ্যম সূত্রে খবর, এদিন তাঁরা প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজের কাছে আশীর্বাদ নিতে গিয়েছিলেন। ভাইরাল ভিডিওতে দেখা গেল, প্রেমানন্দজির দরবারে হাঁটু মুড়ে বসে একমনে প্রার্থনা করছেন বিরুষ্কা। আরেকটি ফ্রেমে ধরা পড়ল অভিনেত্রীর ছলছল চোখ।