Bangladesh | নির্বাচনের আগেই বাংলাদেশে হিংসা, গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের ছাত্রনেতা ওসমান হাদী!

ঢাকার বিজয়নগরের কালভার্ট এলাকায় গুলি করা হয়েছে ঢাকা-৮ আসনের নির্দল প্রার্থী শরিফ ওসমান বিন হাদীকে।
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তাঁর আগেই ছাত্রনেতাকে গুলি করার ঘটনায় উত্তাল হলো ঢাকা। সূত্রের খবর, ১২ ডিসেম্বর, শুক্রবার দুপুর ২টা ৩০ নাগাদ ঢাকার বিজয়নগরের কালভার্ট এলাকায় ঢাকা ৮ আসনের নির্দল প্রার্থী শরিফ ওসমান বিন হাদীকে গুলি করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজের চিকিৎসক জানিয়েছেন, মাথায় গুলি লেগে গভীর কোমায় চলে গিয়েছেন ওসমান। দোষীদের শাস্তির দাবিতে হাসপাতালের সামনে জড়ো হয়েছেন জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীরা। ঘটনায় দুঃখপ্রকাশ করেছে ইউনুস প্রশাসন।
