Vinicius Junior । ফিফার বর্ষসেরা হলেন ব্যালন ডি’অর থেকে ছিটকে যাওয়া ভিনিসিয়ুস জুনিয়র
গত মঙ্গলবার রাতে কাতারের দোহায় ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ২০২৪ সালের বিজয়ী হিসেবে ভিনিসিয়ুসের নাম ঘোষণা করা হয়েছে।
মাস দুয়েক আগে ব্যালন ডি’অর থেকে ছিটকে গিয়ে প্রবল হতাশায় পড়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। অবশেষে ভাগ্যের শিঁকে ছিড়লো রিয়াল মাদ্রিদের ব্রাজিলীয়ান ফরোয়ার্ডের। গত মঙ্গলবার রাতে কাতারের দোহায় অনুষ্ঠিত হয়েছিল ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস। সেখানেই ফিফার বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হলেন তিনি। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ২০২৪ সালের বিজয়ী হিসেবে ভিনিসিয়ুসের হাতে পুরস্কার তুলে দিলেন। তালিকায় বর্ষসেরা হওয়ার দৌড়ে ছিলেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, রদ্রি,লামিন ইয়ামাল, দানি কারভাহালরাও।