Vinesh Phogat । বাড়তি ওজন থাকায় ৫০ কেজি বিভাগ থেকে 'ডিস্কোয়ালিফায়েড'! পদক নিশ্চিত করার পরের দিনই বাতিল ভিনেশ
Wednesday, August 7 2024, 7:22 am
Key Highlightsপদক নিশ্চিত করেছিলেন ৬ অগস্ট, আর ৭ তারিখ সকালে তাঁকে বাতিল করা হল ৫০ কেজি বিভাগ থেকে।
স্বপ্ন ভাঙলো ভিনেশ ফোগাটের। পদক নিশ্চিত করেছিলেন ৬ অগস্ট, আর ৭ তারিখ সকালে তাঁকে বাতিল করা হল ৫০ কেজি বিভাগ থেকে। জানা গিয়েছে, বাড়তি ওজনের জন্য তাঁকে বাতিল করা হল। ফলে ফাইনালে তিনি খেলতে পারবেন না ভিনেশ। দেখা গিয়েছে, ভিনেশের ওজন ৫০ কেজির থেকে কয়েক গ্রাম বেশি।এই খবর ভারতীয় শিবিরে বড় ধাক্কা। ভিনেশএবার মেয়েদের ৫০ কেজি বিভাগে খেলতে নেমে পরপর তিনটে ম্যাচ জিতে ফাইনালে প্রবেশ করেন, সঙ্গে পদক পাকা করেন।

