Vinesh Phogat । অলিম্পিকে 'ডিস্কোয়ালিফায়েড' হওয়ার পর হাসপাতালে ভর্তি ভিনেশ! ওজন কমাতে সারারাত বন্ধ জলপান! কাটা হয় চুলও
Wednesday, August 7 2024, 8:48 am
Key Highlightsভিনেশের ওজন নেওয়ার পর যখন দেখা যায়, তাঁর ওজন ১০০ গ্রাম বেশি, তখন ভারতীয় ডেলিগেটরা আয়োজকদের কাছে কিছুটা সময় চেয়ে নেওয়ার আর্তি জানিয়েছিলেন।
সূত্রের খবর, হাসপাতালে ভর্তি ভিনেশ! ভিনেশের ওজন নেওয়ার পর যখন দেখা যায়, তাঁর ওজন ১০০ গ্রাম বেশি, তখন ভারতীয় ডেলিগেটরা আয়োজকদের কাছে কিছুটা সময় চেয়ে নেওয়ার আর্তি জানিয়েছিলেন। তবে সেই সময় দেওয়া হয়নি। এর আগে গতকাল নিজের ওজন নিয়ন্ত্রণে রাখতে সারারাত জল না খেয়ে ছিলেন ভিনেশ। এমনকি শেষ মুহূর্তে ওজন কমানোর জন্যে নাকি ভিনেশের চুলও কাটা হয়েছিল।তাঁর শরীর থেকে সিরিঞ্জ দিয়ে রক্তও বের করা হয়েছিল। এই আবহে আজ হাসপাতালে ভর্তি করতে হয় ভিনেশকে।

