RG Kar Case | “বিনীত গোয়েল আমায় ফাঁসিয়েছে”! আরজিকর কাণ্ডের বিচারপর্বের শুরুতেই বিস্ফোরক মন্তব্য ধৃত সঞ্জয় রায়ের

Monday, November 11 2024, 1:23 pm
RG Kar Case | “বিনীত গোয়েল আমায় ফাঁসিয়েছে”! আরজিকর কাণ্ডের বিচারপর্বের শুরুতেই বিস্ফোরক মন্তব্য ধৃত সঞ্জয় রায়ের
highlightKey Highlights

“বিনীত গোয়েল আমায় ফাঁসিয়েছে”! সোমবার নিম্ন আদালত থেকে বেরনোর সময় বিস্ফোরক মন্তব্য আরজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়র সঞ্জয় রায়ের!


“বিনীত গোয়েল আমায় ফাঁসিয়েছে”! সোমবার নিম্ন আদালত থেকে বেরনোর সময় বিস্ফোরক মন্তব্য আরজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়র সঞ্জয় রায়ের! আজ থেকে শুরু হয় আরজিকর কাণ্ডের বিচার পর্ব। নিম্ন আদালতে চলে সাক্ষ্য গ্রহণ পর্ব। সাক্ষ্য দেন 'তিলোত্তমা'র বাবা ও কাকু। তবে অভিযুক্ত সিভিকের দাবি, তাকে কিছু বলতে দেওয়া হচ্ছে না। যদিও, নিয়ম অনুযায়ী আজ তার বলার কিছু নেই। এরপর আদালত থেকে বেরিয়ে চিৎকার করে প্রাক্তন পুলিশ কমিশনার বীনিত গোয়েলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন সঞ্জয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File