Vikrant Massey | অবসর নিচ্ছেন না বিক্রান্ত ম্যাসি? 'কথার ভুল ব্যাখ্যা হয়েছে’.. জানালেন অভিনেতা

Tuesday, December 3 2024, 2:26 pm
highlightKey Highlights

তিনি জানান, ভুল ব্যাখ্যা করা হয়েছে তাঁর পোস্টের। অবসর নয় বরং বিরতি নিচ্ছেন তিনি!


গতকালই বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি 'অবসর' নেওয়ার ঘোষণা করেন। এরপর থেকেই মন খারাপ ভক্তদের। তবে এবার তিনি জানান, ভুল ব্যাখ্যা করা হয়েছে তাঁর পোস্টের। অবসর নয় বরং বিরতি নিচ্ছেন তিনি! এক সাক্ষাৎকারে বিক্রান্ত বলেন, তিনি কেবল কিছু দিনের বিরতি নিচ্ছেন। 'টুয়েলভথ ফেল' খ্যাত অভিনেতা বলেন, ‘আমি অবসর নিচ্ছি না, আমি ভীষণ ক্লান্ত এবং এই মুহূর্তে আমার দীর্ঘ বিরতি দরকার। আমি বাড়ি খুব মিস করছি এবং আমার স্বাস্থ্যেরও অবনতি হচ্ছে। লোকেরা আমার কথার ভুল ব্যাখ্যা করছে।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File