দেশ

Vikram Misri । দেশের নয়া বিদেশ সচিব বিক্রম মিশ্রি! চিনে রাষ্ট্রদূত থেকে শুরু করে দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রীদের ব্যক্তিগত সচিব হিসাবেও!

Vikram Misri । দেশের নয়া বিদেশ সচিব বিক্রম মিশ্রি! চিনে রাষ্ট্রদূত থেকে শুরু করে দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রীদের ব্যক্তিগত সচিব হিসাবেও!
Key Highlights

ভারতের নতুন বিদেশ সচিবের পদে নিযুক্ত হলেন বিক্রম মিশ্রি (Vikram Mishri)।

ভারতের নতুন বিদেশ সচিবের পদে নিযুক্ত হলেন বিক্রম মিশ্রি (Vikram Mishri)। বিনয়মোহন কোয়াত্রার মেয়াদ শেষ হওয়ার পরই নিযুক্ত করা হয় ১৯৮৯ ব্যাচের ফরেন সার্ভিস অফিসার বিক্রমকে। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত বিক্রম চিনে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত ছিলেন। এরপর ২০২২ সালের ১ জানুয়ারি ‘চিন বিশেষজ্ঞ’ বিক্রমকে ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ করে। ১৯৯৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরাল, ২০১২-য় মনমোহন সিং ও ২০১৪ সালে নরেন্দ্র মোদির ব্যক্তিগত সচিব হিসাবেও কাজ করেছেন তিনি।