করোনার নতুন স্ট্রেন মিলেছে অন্ধ্রের মহিলার শরীরে, বিমানবন্দর থেকে চম্পট দিয়ে শুরু করলেন রেলযাত্রা

Thursday, December 24 2020, 11:23 am
করোনার নতুন স্ট্রেন মিলেছে অন্ধ্রের মহিলার শরীরে, বিমানবন্দর থেকে চম্পট দিয়ে শুরু করলেন রেলযাত্রা
highlightKey Highlights

ব্রিটেনে করোনা ভাইরাসের যে নতুন স্ট্রেন পাওয়া গেছে, তা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিশ্বে। এরইমধ্যে গতকাল ভারতীয় স্বাস্থ্য মন্ত্রক নিশ্চিত করেছিলেন যে দেশে মারণ ভাইরাসের কোনো নতুন স্ট্রেন পাওয়া যায়নি। মঙ্গলবার লন্ডন থেকে বিমানে দিল্লি পৌঁছন পূর্ব গোদাবরীর রাজামুন্দ্রির এক মহিলা বাসিন্দা। কিন্তু দাবি উঠছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার ঐ মহিলার দেহে সেই নতুন স্ট্রেনের সন্ধান মিলেছে। বিমানবন্দরে পরীক্ষা করে তাঁর করোনা ইতিবাচক হওয়ায় পালিয়ে গিয়ে নয়াদিল্লি থেকে বিশাখাপত্তনমগামী ট্রেনে উঠে পড়েন। এয়ারপোর্ট কর্তৃপক্ষ তাঁকে আটকানোর জন্য অ্যালার্ম বাজালেও কোনো লাভ হয়নি। ১,৮০০ কিমির যাত্রাপথে যে অগণিত মানুষের সংস্পর্শে তিনি এসেছেন, সেই পরিস্থিতি নিয়ে চিন্তিত অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্য দপ্তর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File