Betting App Case | ED-র স্ক্যানারে দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডা, রানা দগ্গুবতি, প্রকাশ রাজ-সহ ২৯ সেলিব্রিটি!

বেটিং অ্যাপের প্রচারে অংশ নেওয়ায় বড় বিপাকে পড়লেন দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডা, রানা দগ্গুবতি, প্রকাশ রাজ সহ ২৯ সেলিব্রিটি।
বেটিং অ্যাপের প্রচারে অংশ নেওয়ায় বড় বিপাকে পড়লেন দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডা, রানা দগ্গুবতি, প্রকাশ রাজ সহ ২৯ সেলিব্রিটি। এই তালিকায় রয়েছে অভিনেতা, ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবারের নামও। বেটিং অ্যাপ নিয়ে আর্থিক কেলেঙ্কারির বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানায় একাধিক FIR দায়ের হয়েছিল। এরপরই ED তদন্ত শুরু করতে নাম জড়ায় সেলিব্রিটিদের। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বিজয় দেবেরাকোণ্ডা, রানা দগ্গুবতি, প্রকাশ রাজ ছাড়াও মাঞ্চু লক্ষ্মী, নিধি আগরওয়াল, প্রণিতা সুভাষ সহ আরও একাধিক তারকার নাম জড়িয়েছে।