Vidyasagar Setu | রবিতে সারাদিন বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, যাতায়াত করবেন কোন পথে?
Friday, August 29 2025, 1:48 pm

৩১ অগস্ট ওই সেতু বন্ধ থাকায় ট্র্যাফিক নিয়ে বেশ কিছু নির্দেশ জারি করেছে কলকাতা পুলিশ।
৩১ অগস্ট, রবিবার মেরামতির জন্যে ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। এজেসি বোস রোড হয়ে আসা গাড়িগুলি, খিদিরপুর রোড হয়ে আসা সব গাড়ি এবং খিদিরপুরের দিক থেকে সার্কুলার গার্ডেনরিচ রোড ধরে আসা সব গাড়ি ঘুরিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে নিয়ে যাওয়া হবে। সেগুলি সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ যাবে। ওয়াই পয়েন্ট ধরে আসা গাড়িগুলিকে ১১ ফার্লং গেট থেকে রেড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে।
- Related topics -
- শহর কলকাতা
- দ্বিতীয় হুগলি সেতু
- কলকাতা পৌরসভা
- হাওড়া
- হাওড়া ব্রিজ