রামের ‘বরযাত্রা’ বাতিল! করোনা আবহে অযোধ্যায়

Saturday, November 28 2020, 1:18 pm
রামের ‘বরযাত্রা’ বাতিল! করোনা আবহে অযোধ্যায়
highlightKey Highlights

কোভিড-১৯ পরিস্থিতির কারণে অযোধ্যায় ‘রাম বারাত’ বাতিলের ঘোষণা করল বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনের মুখপাত্র শরদ শর্মা শনিবার এই ঘোষণা করে বলেন, ‘‘অযোধ্যার সন্ত সমাজের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ রাম-সীতার বিবাহবার্ষিকী উৎসব পালনের রেওয়াজ প্রাচীনকাল থেকেই রয়েছে অযোধ্যায়। প্রতি বছরই এই উৎসব উপলক্ষে রাম জন্মভূমি থেকে বরযাত্রীদের শোভাযাত্রা বার করেন রামভক্তেরা। সেই শোভাযাত্রা যায় নেপালের জনকপুরে রাম-সীতার বিবাহস্থলে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File