R G Kar | আরজিকর মামলায় জুনিয়র চিকিৎসকদের হয়ে সুপ্রিম কোর্টে লড়তে পারেন বর্ষীয়ান আইনজীবী ইন্দিরা জয় সিং
Sunday, September 15 2024, 6:01 pm

শোনা যাচ্ছে,১৭ সেপ্টেম্বর আগের শুনানিতে তাঁদের হয়ে সওয়াল করা গীতা লুথরা নন, লড়বেন বর্ষীয়ান আইনজীবী ইন্দিরা জয় সিং।
বদল হতে পারে আরজিকর মামলায় জুনিয়র চিকিৎসকদের আইনজীবী। শোনা যাচ্ছে,১৭ সেপ্টেম্বর আগের শুনানিতে তাঁদের হয়ে সওয়াল করা গীতা লুথরা নন, লড়বেন বর্ষীয়ান আইনজীবী ইন্দিরা জয় সিং। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের একটা বড় অংশের দাবি, ইন্দিরা জয় সিংয়ের সঙ্গে কথা প্রায় পাকা করে ফেলেছেন তাঁদের প্রতিনিধিরা। এই মূহূর্তে দিল্লিতে রয়েছেন একাধিক চিকিৎসক। যাঁদের সঙ্গে কথা চলছে বলেও খবর। এর আগে একাধিক মানবাধিকার সংক্রান্ত মামলা লড়ে সাফল্যের নজির গড়েছেন আইনজীবী ইন্দিরা।
- Related topics -
- আর জি কর কান্ড
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- আইনজীবী
- ভারত